সূচকের পতনেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৮ ১৫:৪৭:৪৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা কার্যদিবস উত্থানের পর আজ সোমবার (২৮ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ২৯৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২০৯টির।

সোমবার ডিএসইতে ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার।

এনজে