দেশে আমদানি হওয়া ৮০ শতাংশ গাড়ি আসে মোংলা বন্দর দিয়ে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৮ ২০:২৬:৪৮
মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারবিডা)। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দেশে আমদানিকৃত গাড়ির প্রায় ৮০ শতাংশ গাড়িই এখন মোংলা বন্দর দিয়ে আমদানি করা হয় বলে জানান সভায় উপস্থিত বক্তারা।
মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান বারবিডার সভাপতি হাবিবুল্লহ ডনসহ বারবিডার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বারবিডা সভাপতি মো. হাবিব উল্লাহ ডন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ এখন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনা এখন আর মোংলা বন্দরে ঘটে না। আমদানিকৃত গাড়ির প্রায় ৮০ ভাগ গাড়িই এখন মোংলা বন্দর দিয়ে আমদানি করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আমদানিকৃত গাড়ির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করণের দায়িত্ব মোংলা বন্দরের। আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকলে আমাকে সরাসরি লিখিত জানাবেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।
বারভিডা প্রেসিডেন্ট বর্তমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে warf rent বৃদ্ধি না করার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ জানান। সভায় বারভিডা নেতৃবৃন্দ আমদানিকৃত গাড়িগুলোর যন্ত্রাংশ খোয়া যাওয়া প্রতিরোধে বন্দর প্রতিনিধি, স্টিভিডোরস এবং বারভিডা প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে ‘যৌথ ইনভেন্টরি’ কার্যক্রম পরিচালনার জন্য বন্দর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
মোংলা বন্দরের বৃহত্তম ব্যবহারকারী হিসেবে বিভিন্ন প্রয়োজনে বন্দর পরিদর্শনের জন্য বারভিডার সদস্যবৃন্দদের অনুকুলে ‘বন্দর প্রবেশ পাস’ প্রদানের জন্য বারভিডা নেতৃবৃন্দ বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান।
সভায় বারভিডা নেতৃবৃন্দ উল্লেখ করেন, পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে পশুর নদীতে দ্রুত ড্রেজিং করা প্রয়োজন যাতে বড় জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারে। এছাড়াও সভায় আমদানি কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি এবং বিপুল রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখায় বারভিডা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বারভিডার প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, মোংলা বন্দর প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় রিকন্ডিশন্ড মোটরযান আমদানিকারকবৃন্দ ২০০৯ সাল থেকে মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে বন্দরটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন ; এ বন্দরটি বর্তমানে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। বারভিডা মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি করে সরকারকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে আসছে।
এএ