দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাবো: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-২৯ ১৪:২১:২৩
দুর্নীতি, অর্থপাচার দেশকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। হুমকির মুখে ফেলে অর্থনীতিকে। আমরা এসব বন্ধ করতে চাই বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেসিক ব্যাংকের অর্থ পাচার মামলায় মো আলীর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। সেই সঙ্গে তিন মাসের মধ্যে দুদককে এ সংক্রান্ত ৫৬ টি মামলার চার্জশিট দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছে হাইকোর্ট।
হাইকোর্ট বলেছে, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। তারা যতই প্রভাবশালী হোক, আমরা লড়াই করেই যাবো।
এর আগে, গত ৮ নভেম্বর বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার আসামি মোহাম্মদ আলীসহ তিনজনের জামিন শুনানিকালে হাইকোর্ট বলেন, যারা বেসিক ব্যাংকের দু হাজার কোটি টাকা লুটপাট করেছে, পাচার করেছে তাদের ‘শুট ডাউন’ করা উচিত।
এম জি