নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৯ ১৫:২১:৪১
কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর এলাকা থেকে হৃদয় মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বাড়ির পাশে একটি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত হৃদয় মিয়া পূর্ব কাতিয়ারচর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হৃদয় মিয়া একজন নির্মাণ শ্রমিক। গতরাতে একই এলাকার পাথর আলীর ছেলে বাবু মিয়া তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পূর্ব শত্রুতার জের ধরে হৃদয়কে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
তিনি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে সঠিক রহস্য জানা যাবে।
এম জি