১০ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে আজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-৩০ ১০:২৫:১০
পুঁজিবাজারের তালিকা ভুক্ত ১০ কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ বুধবার (৩০ নভেম্বর) বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সেগুলো হচ্ছে-বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড, ওষুধ খাতের জেএমআই হসপিটাল ও শমরিতা হসপিটাল, সেবা খাতের বিডি সার্ভিসেস, বস্ত্র খাতের খান ব্রাদার্স, ড্রাগন সোয়েটার এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়াও রয়েছে ন্যাশনাল টিউবস, প্রিমিয়ার লিজিং এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
এই কোম্পানিগুলো (৩০ জুন) সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আজ শেয়ারহোল্ডার যাচাই-বাছাইয়ের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত কারণে আজ বুধবার ১০টির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী লেনদেন অনুষ্ঠিত হবে।
এনজে