বেশি লাইক পেতে স্ট্যাটাস দিন সন্ধ্যা ৭ টায়!
প্রকাশ: ২০১৬-০৪-০১ ১৯:৫৬:০৮
মনের কথাটিই ফেসবুক বন্ধুদের জন্য লিখবেন কিংবা স্ট্যাটাসে জানাবের গুরুত্বপূর্ণ কোনো তথ্য, কিন্তু দেখলেন আপনার স্ট্যাটাসটিতে সেভাবে লাইক পড়েনি। আপনার গুরত্বপূর্ণ কথাটিও জানলো না আপনার অনেক বন্ধু। সেক্ষেত্রে মন খারাপ হওয়া স্বাভাবিক।
কিন্তু আপনি জানেন কি, সঠিক সময়ে আপডেট না দেওয়ায় আপনার স্ট্যাটাসটি লাইক কম পেয়েছেন?
প্রযুক্তি বিষয়ক অনলাইন বাসল ডটকম বলছে, যথা সময়ে স্ট্যাটাস আপডেট না করলে যথাযথ ‘লাইক’ পাওয়ার সম্ভাবনা কমে যায়।
এক গবষেণার বরাত দিয়ে আসল ডটকম জানাচ্ছে, কর্মব্যস্ত দিনে কাজের সময়ে এবং সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে স্ট্যাটাস আপডেট করার সবচেয়ে ভালো সময়। এ সময় স্টাটাসটি অনেকের কাছে পৌঁছায়, অনেকে দেখে ও লাইক দেয়।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর লিথিয়াম টেকনোলজিস পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্কের ফলাফল প্রায় এক। যেখানে সাধারণত কাজের সময় বেশি প্রতিক্রিয়া পাওয়া যায়।
প্যারিসের ক্ষেত্রেএ মিলেছে একই ফল। সেখানে কর্মব্যস্ত দিনগুলোর মধ্যভাগে বেশি প্রতিক্রিয়া পাওয়া যায়। আর লন্ডনে বেশি সাড়া পাওয়া যায় কাজের সময়ের শেষের দিকে।
তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন এলাকার ভোক্তাদের মাঝে নতুন পণ্যের খবর পৌঁছে দিতে সঠিক সময়ে স্ট্যাটাস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
তবে গবেষকরা এই তাৎক্ষণিক লাইক পেতে আগ্রহীদের উদ্দেশ্যে বলেছেন, তাৎক্ষণিক সন্তুষ্টিলাভের জন্য টুইটার খুবই ভালো মাধ্যম।গবেষণায় দেখা গেছে তুলনামূলকভাবে ফেসবুকের চাইতে এতে প্রায় দ্বিগুণ প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ থাকে।
টুইটারে প্রথম আধঘণ্টার মধ্যে যে পরিমাণ প্রতিক্রিয়া পাওয়া যায়, ফেসবুকে সেই পরিমাণ প্রতিক্রিয়া পেতে দুই ঘণ্টা লেগে যায়।