অর্থনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০১ ১৩:৩২:০৫
অনেকেই মূল্যস্ফীতির তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজনৈতিক ফায়দা লুটতে অর্থনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গবেষণা সংস্থা বিআইডিএসের বার্ষিক সভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার কারণে চলতি ও আগামী বছরে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হতে পারে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, হুন্ডির কারণে প্রত্যাশিত রেমিট্যান্স আসছে না। তিনি জানান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-এমএফএসের মাধ্যমে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অ্যাপ চালুর করবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, এলসির মাধ্যমে পণ্য আমদানিতে কোনো বাধা নেই।
এম জি