১০ খাত সাপ্তাহিক রিটার্নে

প্রকাশ: ২০১৬-০৪-০২ ১০:১৪:০৭


DSE copyঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর (রিটার্ন) বেড়েছে ১০টি খাতে। দর বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে আইটি খাত। এই খাতে ৪ দশমিক ৯ শতাংশ রিটার্ন বেড়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ৪ দশমিক ৩ শতাংশ দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা পাট খাতে ৪ দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

এছাড়া প্রকৌশল খাতে ১ দশমিক ৭ শতাংশ, জ্বালানি বিদ্যুৎ খাতে ১ দশমিক ৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৩ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ১ শতাংশ, পর্যটন খাতে ১ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৮ শতাংশ, বিবিধ খাতে শূন্য দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে, দর কমেছে বাকি ১০ খাতে। এর মধ্যে টেলিকম খাতে ৩ দশমিক ৯ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, জীবন বিমায় ১ দশমিক ১ শতাংশ, পেপার খাতে শূন্য দশমিক ৭ শতাংশ, সাধারণ বিমা খাতে শূন্য দশমিক ৬ শতাংশ, ব্যাংক খাতে শূন্য দশমিক ৫ শতাংশ, অষুধ খাতে শূন্য দশমিক ৩ শতাংশ, আর্থিক খাতে শূন্য দশমিক ২ শতাংশ ও বস্ত্র খাতে শূন্য দশমিক ২ শতাংশ শেয়ার দর কমেছে।