মেঘনা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-০২ ১৬:৩৫:৫৬


ভোলার তজুমদ্দিনে মেঘনা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার মেঘনার চর মোজাম্মেল সীমানায় এই ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন, ইউসুফ, হাসান, খোকন, আকবর, মিরাজ, হান্নান, লোকমান মাঝি, হাশেম মাঝি ও আরিফ মাঝি।

স্থানীয় জেলেরা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইসঘাট ও চৌমুহনী মৎস্য ঘাট থেকে ১৫টি ট্রলার মাছ শিকারে যায়। এসময় একদল জলদস্যু অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, ‘জেলেদের অপহরণের বিষয়টি শুনেছি। তবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

এম জি