বিনা হেলমেটে মিলবে না পেট্রোল!

প্রকাশ: ২০১৬-০৪-০২ ১২:৫৮:৪৫


Bik.Helmetআইন প্রণয়ন করেও যে বদভ্যাস ভারতের অন্য কোনো রাজ্যে বন্ধ করা সম্ভব হয়নি, তা করে দেখাল কেরলের এক অখ্যাত জনপদ৷ মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকলে এখানে বাইকের জ্বালানি মিলছে না। অভিনব উদ্যোগটি কেরলের কান্নাপুরমের৷

বাইক চালানোর সময় অনেকেরই মাথায় হেলমেট থাকে না৷ তার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি মোটরসাইকেল চালকদের৷ সম্প্রতি চালকদের এই বদভ্যাস আটকাতে নামে কান্নুর জেলার কান্নাপুরমের পুলিশ প্রশাসন৷ ‘নবজীবন’ নামে এক প্রকল্প শুরু করে শহরের পুলিশ৷

সেই প্রকল্প অনুযায়ী বাইক চালানোর সময় মাথায় হেলমেট না পরলে শহরের কোন পাম্প থেকেই মিলছে না পেট্রোল৷  এই প্রকল্পটি যাঁর মস্তিষ্কপ্রসূত কান্নাপুরমের সেই সাব-ইনস্পেটর বিনু মোহন জানিয়েছেন, প্রকল্পটি দারুণ সারা ফেলেছে শহরে৷ পেট্রোল পাম্প মালিকদের সহযোগিতার পাশাপাশি নাগরিকরা হেলমেট পরছেন কি না চলছে প্রশাসনের নজরদারি৷