সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পেপার প্রসেসিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৩ ১১:০৩:০৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে পেপার প্রসেসিংয়ের শেয়ারদর ২৮ টাকা ৬০ পয়সা বা ১৫.২৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

সাপ্তাহিক দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু এগ্রো মেশিনারিজ। গত সপ্তাহে এই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪.৭৬ শতাংশ।

সাপ্তাহিক দরবৃদ্ধি তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ারদর বেড়েছে ১৪.৪৪ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- বেঙ্গল উইন্ডসর, জেমিনি সী ফুড, বিকন ফার্মা, ফাইন ফুডস, এপেক্স ফুডস, ইউনিক হোটেল এবং সোনালী আঁশ।

এনজে