কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৩ ১২:২৩:৪৬


রাজধানীর কুড়িল বিশ্বরোডে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় জুতা ব্যবসায়ী বিল্লাল শিকদার (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছে।

শনিবার (৩ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, বিল্লাল শিকদার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত মাদারীপুর কালকিনি উপজেলার মৃত আনোয়ার হোসেনের সন্তান। বর্তমানে বাড্ডা নতুন বাজার এলাকায় থাকতেন।

মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।

এম জি