অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৩ ১২:৫৫:১০


কাতার বিশ্বকাপে নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে আক্রমণভাগের প্রাণ অ্যাঞ্জেল ডি মারিয়ার খেলে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কোচ লিওনেল স্কালোনির বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ঊরুর চোটে ভুগছেন ডি মারিয়া।

ইনজুরির সঙ্গে লড়াই করেই কাতারে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পুরোনো সেই ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অলিখিত ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেয়া হয়েছিল মারিয়াকে। মাঠে স্বচ্ছন্দ্য ছিলেন না এই ফরোয়ার্ড।

স্কালোনি বলেন, ‘পোল্যান্ডের বিপক্ষে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল মারিয়া, তাই আমরা তাকে তুলে আনি। শঙ্কাটা এখনও কাটেনি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’ তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই হয়তো ডি মারিয়াকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ।

এম জি