সূচকের পতনে কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৪ ১৪:৫২:২৮
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেন হওয়া ৩০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৬৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২১৪টির।
রোববার ডিএসইতে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার।
এনজে