দর পতনের শীর্ষে কোহিনূর কেমিক্যাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৪ ১৫:৩৯:০৫


সপ্তাহের প্রথম ‍কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে রয়েছে কোহিনূর কেমিক্যাল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩ পয়েন্ট ৪৮ শতাংশ। ফলে ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে রয়েছে কোহিনূর কেমিক্যাল।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬ পয়েন্ট ৮৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইজেনারেশন লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ পয়েন্ট ৯২ শতাংশ।

টপটেন লুজারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, নাভানা ফার্মা, হাক্কানি পাল্প, ইস্টার্ন হাউজিং, আইসিবি, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং মেঘনা সিমেন্ট।

এনজে