কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ হৃতিকের
আপডেট: ২০১৬-০৪-০২ ১৬:৪১:০৭
যুদ্ধটা শুরু হয়েছিল ট্যুইটারে, এখন থানায়। এর আগেই অবশ্য বিষয়টি বিষ হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এই বিষে কতটা নীল হবেন কঙ্গনা-হৃতিক।
কথিত প্রণয়ের গুজবের পর সংবাদমাধ্যমগুলোও তাদের নিয়ে কাটাছেড়া কম করেনি। হয়েছে থানা পুলিশও। আগের এই মামলা-মোকদ্দমা হয়েছে তৃতীয় পক্ষের দ্বারা। কিন্তু এবার স্বয়ং হৃতিক থানায় অভিযোগ করেছেন কুইন খ্যাত কঙ্গনার বিরুদ্ধে।
কঙ্গনা-হৃতিক বাক-যুদ্ধের এই পর্যায়ে হৃতিকের অভিযোগ ঠুকেছেন কুইনের বিরুদ্ধে। আর তাতেই কুইনকে আইনি নোটিশ পাঠিয়েছে বান্দ্রা পুলিশ।
জানা গেছে, কে বা কারা হৃতিকের নামে নকল ইমেইল আইডি খুলে সেখান বেশ কয়েকটা মেইল করা করেছে কঙ্গনাকে।
এই ঘটনার তদন্তে সাইবার ক্রাইম দমন আইন থানায় দ্বারস্থ হৃতিক। সন্দেহের তীর যায় কুইনের দিকে। তবে শুধু কঙ্গনা নয়, নায়িকার বোন রঙ্গোলি বিরুদ্ধেও থানায় এফআইআর দায়ের করেন হৃতিক রোশন।
আর থানা এক সপ্তাহের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দিয়েছে কঙ্গনা ও রঙ্গোলিকে।
এদিকে কঙ্গনার আইনজীবী এই সমনের কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, এভাবে কোনো মহিলাকে থানায় ডকে পাঠানো যায় না।