সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে এইচএসসি পরীক্ষার্থী খুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৫ ১১:৫০:২১
রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরি সাতিল নামে এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সোয়াইব হোসেন ও রূপম দত্ত নামে আরও দুই শিক্ষার্থী। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে এই হত্যা বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৪ ডিসেম্বর) ডিআইটি প্রজেক্টের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, রোববার এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন আশফাকুর রহমান চৌধুরী শাতিল। এসময় তার এক বন্ধু ডিআইটি প্রজেক্টের ১২ নম্বর সড়কের শেষপ্রান্তে ডেকে নিয়ে যায়। এরপর ছুরিকাঘাতে হত্যা করা হয় শাতিলকে। এ ঘটনায় আহত হয় সোয়েব হোসেন ও রূপম দত্ত নামে আরও দুই শিক্ষার্থী।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমরা হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
নিহত সাতিল বাংলাদেশ নৌ বাহিনী কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
এম জি