সপ্তাহজুড়ে ৭ কোম্পানির লভ্যাংশ
প্রকাশ: ২০১৬-০৪-০২ ১৬:১৭:১৪
সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, কেডিএস অ্যাক্সেসরিজ, স্ট্যান্ডার্ড ব্যাংক, অ্যাপেক্স ফুটওয়্যার, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনসিসি ব্যাংক লিমিটেড:
এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৬ পয়সা।
উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট:
উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৭ পয়সা।
কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড:
কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮২ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক:
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫০ পয়সা।
অ্যাপেক্স ফুটওয়্যার:
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৫ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৩ টাকা ৫৮ পয়সা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স:
ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৫ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি:
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৭ পয়সা।