জোহানেসবার্গে বন্যায় ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৫ ১৩:২২:১৮


দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হলো। এখনো নিখোঁজ আরও ৮ বাসিন্দা। খবর ইয়াহু নিউজের।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুসারে, স্থানীয় গির্জা থেকে ৩৩ জন ধর্মানুসারী যান পাশের জুক্সকেই নদীতে। খ্রিস্টান ধর্মানুসারে চলছিলো শিশুদের ব্যাপটিজম বা শুদ্ধিকরণের আচার। এসময়, বন্যার পানির তোড়ে ভেসে যায় দলটি। এখন পর্যন্ত নারী-শিশুসহ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।

গেলো দু’মাস যাবৎ ভারি বৃষ্টি দেখছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহর। নভেম্বরের শেষ নাগাদ জোহানেসবার্গে জারি করা হয় সতর্কতা।

এম জি