ভবিষ্যৎ অর্থনৈতিক লক্ষ্য অর্জনে পুঁজিবাজার অপরিহার্য: সিএসই চেয়ারম্যান

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১২-০৫ ১৪:৩৩:৫৪


দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংক সঠিক জায়গা নয় বলেচেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তিনি বলেন, এজন্য ভবিষ্যত অর্থনেতিক লক্ষ্য অর্জনে পুঁজিবাজার অপরিহার্য।

আজ সোমবার (৫ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের প্রধান অতিথি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

আসিফ ইব্রাহিম বলেন, দেশের পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই, সিএসই ও বাংলাদেশ ব্যাংকসহ সবাই একসঙ্গে কাজ করছি। বর্তমানে আমরা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। অর্থনৈতিক পরিস্থিতি একটি দেশের প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসির সাবেক প্রেসিডেন্ট আজম জে চৌধুরী।

এনজে