দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৫ ১৬:০৫:০১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দর দৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর আগের তুলনায় ৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির আগের দিনের তুলনায় ৩ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, সোনালী আঁশ, শাহজালাল ইসলামি ব্যাংক, মুন্নু সিরামিক, বিডিকম, আমরা টেকনোলজি এবং বাটা সু’র দর বেড়েছে।
আজ ডিএসই লেনদেনে অংশ নেয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, ৫৮টির দর কমেছে, ২২১টির দর অপরিবর্তিত রয়েছে।
এনজে