রাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
প্রকাশ: ২০১৬-০৪-০২ ১৬:৩৪:৫১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) রাবি শাখার সদস্যরা।
শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় পিডিএফ’র রাবি শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, পিডিএফ’র কেন্দ্রীয় কমিটির বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর হাসানুল বান্না প্রমুখ। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে পিডিএফ’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠান শেষে সংগঠনটির পক্ষ থেকে নবীনদের বরণ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়।
সানবিডি/ঢাকা/আহো