করোনার বিধিনিষেধ শিথিল করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৬ ১৫:৪১:২০


নজিরবিহীন বিক্ষোভের পর চীন সরকার নতুন করে আরও কিছু বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সুপারমার্কেট এবং অফিসে প্রবেশের জন্য এখন থেকে আর করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে না।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে শিরোনাম করা হয়েছে, ‘পুনরায় প্রাণ সঞ্চলনের জন্য বেইজিং প্রস্তুত।’ মানুষজন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে।

বেইজিংয়ের বাসিন্দা হু ডংজু (২৭) বলেন, মহামারির পর নতুন জীবন শুরু করতে এটা প্রথম উদ্যোগ।

গত সপ্তাহে চীনের জিনজিয়াং অঞ্চলে একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহত হন। অনেকের বিশ্বাস, করোনা বিধিনিষেধের জেরে ওই ব্যক্তিদের মৃত্যু হয়। এরপর থেকেই বিভিন্ন শহরে করোনা বিধিনিষেধবিরোধী বিক্ষোভ শুরু হয়।

এরপর বৃহস্পতিবার সাংহাই ও গুয়াংঝৌ শহরের বিভিন্ন এলাকায় লকডাউন তুলে নেওয়া হয়। রাজধানী বেইজিংয়ে করোনার মৃদু উপসর্গ দেখা গেলে বাসায় অবস্থান করার সুযোগ দেওয়া হয়। চংকিং শহরেরও কিছু বিধিনিষেধ শিথিল করা হয়।

এম জি