রাজধানীর যেসব এলাকায় বুধবার গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৬ ১৭:১৩:১২


আগামী বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিতাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জরুরি মেরামত কাজের জন্য ঢাকার তেজগাঁও থেকে নতুন বাজার পর্যন্ত এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস। বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, খিলবাড়ীরটেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তাতে আশপাশের এলাকাতেও গ্যাসের ‘স্বল্পচাপ’ বিরাজ করবে।

এদিকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিতরণ সংস্থা তিতাস।

এএ