ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-০৭ ১১:০০:৫০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মিলন মিয়া (২৭) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্র নগর গ্রামের আব্দুল জলিল পানু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন মিয়া শহরে ফলের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। থানা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি।
এ সময় ঘাতক ট্রাকের হেলপার ও চালক পালিয়ে যান। দুর্ঘটনার পর আশপাশের লোকেরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।