জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৭ ১৬:৩৮:২৭


বিএনপির গণসমাবেশ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ সংবাদ সম্মেলন করবেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে বিকেল ৩টার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হন। দুপুরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে।

এম জি