পারফরম্যান্স করার সুযোগ দেওয়ায় আল্লাহকে কৃতিত্ব দেব: মিরাজ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৭ ২১:৩১:৪৮
ভারতের বিপক্ষে দুই ম্যাচেই পরিপূর্ণ অলরাউন্ডারের মতো পারফরম্যান্স করেছেন মেহেদি মিরাজ। প্রথম ম্যাচে হারতে বসা দলকে ৩৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে ১ উইকেটে জেতান। সঙ্গে ৯ ওভার হাত ঘুরিয়ে নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচে ৮৩ বলে ১০০ রানের হার না মানা ইনিংস খেলেছেন মিরাজ। বল হাতে দিয়েছেন সেরা দুই ব্রেক থ্রু।
অনুমিতভাবে সিরিজ নিশ্চিত করা ম্যাচেও ম্যাচ সেরা হয়েছেন ডানহাতি এই স্পিন অলরাউন্ডার। পুরস্কার নিতে এসে মিরাজ বলেন, ‘আমাকে এই পারফরম্যান্স করার সুযোগ দেওয়ায় আল্লাহকে কৃতিত্ব দেব। এর বাইরে বলার তেমন কিছু নেই। খুবই ভালো লাগছে। ক’বছর ব্যাটিং নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি, কোন কোন জায়গায় উন্নতি দরকার তা নিয়ে কাজ করেছি। কোচরা অনেক তথ্য দিয়ে খেলায় উন্নতি আনতে সহায়তা করেছেন।’
মিরাজ যখন ক্রিজে নামেন তখন বাংলাদেশ ৬৯ রানে ৬ উইকেট হারিয়েছে। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়েছেন তিনি। মাহমুদুল্লাহর সঙ্গে তার ১৪৮ রানের জুটি হয়। অভিজ্ঞ মাহমুদুল্লাহ ধীরে খেললেও মিরাজ ছিলেন সাবলীল। এমনকি নাসুমের সঙ্গেও তার ৫৬ রানের জুটি হয়েছে। শেষ দুই ওভারে তিনি যেভাবে মারকুটে ব্যাটিং করে সেঞ্চুরি করেছেন তাও প্রশংসার যোগ্য।
ওই ইনিংস এবং জুটি নিয়ে মিরাজ বলেন, ‘রিয়াদ ভাই বারবার বলছিলেন, ইনিংস গভীরে নিতে হবে। ছোট ছোট পার্টনারশিপের লক্ষ্য নিয়ে খেলার জন্য তাগিদ দিচ্ছেলেন। আমি শুধু চেষ্টা করেছি ভালো জায়গায় শট খেলতে এবং বল হাতে চেষ্টা করেছি ভালো জায়গায় বল ফেলে তাদের ওপর চাপ সৃষ্টি করতে।’
এএ