ক্ষমতাচ্যুত হওয়ার পর আটক পেরুর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৮ ১০:২২:৫৪


অভিশংসনের পর ক্ষমতাচ্যুত হয়ে আটক হলেন লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে অভিশংসিত হন কাস্তিলো। এরপর তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। এর আগে গতকাল পেরুর রাজধানী লিমায় একের পর এক নাটকীয় ঘটনা ঘটতে থাকে। একপর্যায়ে কাস্তিলো জাতীয় টেলিভিশনে ভাষণ দেন এবং জরুরি অবস্থা জারি করেন।

কাস্তিলো বলেছিলেন, তিনি কংগ্রেসের পরিবর্তে ‘ব্যতিক্রমী জরুরি সরকার’ নিয়ে আসবেন। তিনি ঘোষণা দেন, বিরোধীদের নিয়ন্ত্রিত কংগ্রেস ভেঙে দেবেন। এই ঘোষণার প্রতিবাদে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। এ ছাড়া এই ঘোষণায় দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরই দেশটির সংসদে জরুরি বৈঠক করে তাকে অভিশংসিত করা হয়।

এদিকে কাস্তিলো ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রসিডেন্ট হিসেবে এক নারী শপথ নিয়েছেন। তার নাম দিনা বলুয়ার্তে। এর আগে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ৬০ বছর বয়সী দিনা বলুয়ার্তে পেশায় আইনজীবী। ২০২৬ সালের জুলাই পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। অভিশংসিত না হলে কাস্তিলোও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করতেন।

শপথ নেওয়ার পর দিনা বলুয়ার্তে দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে রাজনৈতিক দ্বন্দ্ব বন্ধের আহ্বান জানিয়ে সময় চেয়েছেন। তিনি বলেন, দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে একটু সময় চাই, একটু স্পেস চাই।

এম জি