নয়াপল্টনে পুলিশের পাহারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৮ ১৪:৩৫:৫৯


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কজুড়ে নীরবতা বিরাজ করছে। সেখানে শুধু পুলিশ ও গণমাধ্যমকর্মীরা অবস্থান করছে। তবে চলাচলের জন্য খুব কম সংখ্যক সাধারণ মানুষ এই পথ ব্যবহার করছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সরেজমিন নয়াপল্টনে দেখা যায়, বিএনপি কার্যালয়ের নিচে অবস্থান করছেন কিছু পুলিশ সদস্য। পাশাপাশি কাকরাইল ও ফকিরাপুলের অংশে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। ওই সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ কেউ চলাচল করতে চাইলেও আইডি কার্ড দেখে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া নয়াপল্টন এলাকায় অঘোষিতভাবে বন্ধ রয়েছে দোকানপাট।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশে কর্মসূচি রয়েছে বিএনপির। তবে সমাবেশের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কিংবা আরামবাগে সমাবেশ করতে চাইলেও পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি দিয়েছে। তবে অনিরাপদ ও ‘ফাঁদ’ মনে করে সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে না বলে জানিয়েছে বিএনপি।

এম জি