রেলের নতুন মহাপরিচালক কামরুল আহসান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৮ ১৬:৩১:৫৫


বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল আহসান। আগামী রোববার (১১ ডিসেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীনের সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। কামরুল আহসান এর আগে অতিরিক্ত মহাপরিচালকের (অবকাঠামো) দায়িত্বে ছিলেন।

আগামী ১১ ডিসেম্বর থেকে রেলের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক দায়িত্ব নেবেন মো. কামরুল আহসান।

এএ