বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন স্পেন কোচ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৮ ১৮:৪২:৩৬
অনেক স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল স্পেন। ভারি দল বিবেচনায় শিরোপা জেতার জন্য অন্যতম ফেবারিটই মনে করা হচ্ছিল তাদের। কিন্তু তাদের যাত্রা থেমেছে শেষ ষোলোয়, তাও আবার মরক্কোর মতো দুর্বল দলের কাছে হেরে। এমন ব্যর্থতার পর কোচের পদ হারালেন লুইস এনরিকে।
মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুদলের কেউ গোল করতে না পারলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটাউটে; যেখানে ৩-০ গোলে জয় পায় মরক্কো। শ্যুটাউটের প্রথমটিতেই গোল করে মরক্কো। পরে স্পেনের পাবলো সারাবিয়ার নেয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। মরক্কোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন দলের সবচেয়ে বড় তারকা হাকিম, সফলও হন তিনি।
স্পেনের দ্বিতীয় শট ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। পরে মরক্কোর শট ফিরিয়ে দিয়ে স্পেনের আশা বাঁচিয়ে রাখেন উনাই সিমন। কিন্তু সার্জিও বুসকেটস শট মিস করলে ও হাকিমির বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় মরক্কোর, ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শিরোপা জেতার আশা নিয়ে কাতারে পা রাখা স্পেন।
এমন ব্যর্থতার পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) লুইস এনরিকেকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অব্যাহতি দিলেও এনরিকে ধন্যবাদ পেয়েছেন বোর্ডের তরফ থেকে। তার অধীনে উয়েফা নেশন্স লিগে রানার্সআপ হয়েছিল স্পেন। ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন খেলেছিল সেমিফাইনালেও।
২০১৮ সালে স্পেনের কোচের পদে আসীন হয়েছিলেন তিনি। ২০১৯ সালে কোচের পদ ছেড়ে দেন এনরিকে। একই বছর আবার সেই পদে আসীন হন তিনি। তখন থেকে এখন পর্যন্ত তার অধীনে ৩২টি ম্যাচ খেলেছে স্পেন। ১৭ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে ৩ ম্যাচে, ড্র ১২টি। তার অধীনে দলের জয়ের শতাংশিক পরিমাণ ৫৩.১২ শতাংশ।
এএ