৫দিন ব্যাপী এসএমই মেলা শুরু

প্রকাশ: ২০১৬-০৪-০৩ ১৭:৩১:২৬


SME Fearক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে পাঁচদিন ব্যাপী ৪র্থ জাতীয় এসএমই মেলা-২০১৬ শুরু হ‌য়ে‌ছে।

রোববার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো এ মেলা অনুষ্ঠিত হ‌চ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী ব‌লেন, ক্ষুদ্র ও মাঝা‌রি শিল্প (এসএমই) খাত   দে‌শের অর্থনৈ‌তিক উন্নয়‌নের চা‌লিকাশ‌ক্তি। এ খা‌তের ওপর ভর ক‌রেই দে‌শের অর্থনী‌তি দ্রুত এ‌গি‌য়ে যা‌চ্ছে। দে‌শের ৯০ শতাংশ শিল্প ও ব্যবসা এসএমই খা‌তের আওতাভুক্ত।

তিনি আরো বলেন, এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশন ৪,৯০১ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষিত করেছে। নারী ও পুরুষ উদ্যোক্তা মিলে ৪১৪ জনকে ৪৯ কোটি টাকা এসএমই ঋণ প্রদান করেছে।

সারাদেশ থেকে ১৮৩টি এসএমই প্রতিষ্ঠান ১৯৩টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নি‌য়ে‌ছে। এছাড়া মেলায় ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টার ও তথ্য কেন্দ্রের স্টল র‌য়ে‌ছে।

মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। কোনো বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে না।

এছাড়া মেলায় সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ দেয় এসএমই ফাউন্ডেশন। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন উদ্যোক্তাকে এ সম্মাননা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এম.পি, এফবিসিসিআই এর সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমাদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সফিকুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  এসএমই ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারপারসন কে এম হা‌বিব উল্লা।

দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশ করতে দর্শনার্থীদের কোনো মূল্য দিতে হবে  না।