রাজধানীর প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৯ ১১:৩১:৩১
যেকোনো ধরনের নাশকতা রোধে রাজধানীর প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তল্লাশি করা হচ্ছে বাসসহ ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন।
পুলিশ জানায়, গাবতলি, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী, পূর্বাচল এবং সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। রাজধানীর ভেতরেও বিভিন্ন সড়কে পুলিশের তল্লাশি চলছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা খুবই কম। রাস্তায় যেসব পরিবহন বের হয়েছে সেসব গাড়ি চেকপোস্টে থামিয়ে চেক করা হচ্ছে। জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
সাধারণ যাত্রীরা জানান, মোড়ে মোড়ে পুলিশের তল্লাশিতে সাধারণ চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে পুলিশের দাবি, কোনো যাত্রীকে হয়রানি না করেই চেকপোস্টে চেক করা হচ্ছে। বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ঘিরে নাশকতা ঠেকাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসানো হয়েছে।
এম জি