বিএনপির সমাবেশ ঘিরে বরিশাল-ঢাকা লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৯ ১৯:০২:৫৯


বিএনপির সমাবেশ ঘিরে যাত্রীসংকটের কারণে বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নৌবন্দরে চারটি লঞ্চ নোঙর করে আছে। পুরো লঞ্চঘাট শূন্য। হকারদের হাঁকডাক নেই।

পারাবত ১১ ঘাটে নোঙর করে আছে। সেখানে কিছু যাত্রী তোলা হচ্ছে। যাত্রীসংকটের কারণে তাদের যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে।

বরিশাল নৌবন্দরে এমভি সুন্দরবন ১১, সুরভি ৭, প্রিন্স আওলাদ ১০, পারাবত ১৮ লঞ্চ রয়েছে। লঞ্চগুলোতে আলো নেই। নেই যাত্রী। এমনকি সেই লঞ্চগুলোতে নেই কোনো কর্মচারীও। ঘাটের দক্ষিণ প্রান্তে পারাবত ১১ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। সেখানেও যাত্রীসংকট রয়েছে। আর যাত্রীসংকটের কারণে শেষ পর্যন্ত লঞ্চের যাত্রাও বাতিল হতে পারে।

সুন্দরবন নেভিকেশন কম্পানির পরিচালক শহিদুর রহমান পিন্টু বলেন, ‘বরিশাল থেকে ঢাকায় শুক্রবার তাদের লঞ্চ ছেড়ে যায়নি। আসলে যাত্রীসংকট ও ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে উত্তেজনার কারণে ঢাকায় লঞ্চ যাচ্ছে না। এ কারণেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ মালিক সমিতি লঞ্চ বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত দেয়নি। ‘

এএ