চলতি মৌসুমে অস্ট্রেলিয়ায় রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১০ ১০:৩৬:৪১


অস্ট্রেলিয়া চলতি মৌসুমে রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস অ্যান্ড সায়েন্স।

অক্টোবরে ২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে মৌসুম শেষ হবে। এ মৌসুমে ৩ কোটি ৬৬ লাখ টন গম উৎপাদনের প্রত্যাশা করছে ব্যুরো। গত মাসে প্রতিষ্ঠানটি ৩ কোটি ২২ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।

এ বিষয়ে ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ বিপণন মৌসুমে অস্ট্রেলিয়ায় ৩ কোটি ৬৪ লাখ টন গম উৎপাদন হয়েছিল। এ মৌসুমে সে তুলনায় দুই লাখ টন বাড়বে।

ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোয় পর্যাপ্ত বৃষ্টিপাত মার্টিতে আর্দ্রতা ও উর্বরতার হার বাড়িয়েছে, যা উৎপাদন বাড়াতে অনুঘটকের ভূমিকা পালন করছে। এ মৌসুমে পশ্চিম অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ গম উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ায় ১ কোটি ৩০ লাখ টন গম উৎপাদনের প্রাক্কলন করা হয়েছে। এর আগের পূর্বাভাসে যার পরিমাণ ছিল ১ কোটি ১০ লাখ টন। অন্যদিকে নিউ সাউথ ওয়েলসে উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৯১ লাখ টনে।

২০২২-২৩ বিপণন মৌসুমে অস্ট্রেলিয়ায় ১ কোটি ৩০ লাখ হেক্টর জমিতে গম আবাদ করা হতে পারে। গত মৌসুমের মতোই আবাদ অপরিবর্তিত থাকবে বলে মনে করছে ব্যুরো।

এনজে