আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি: যুক্তরাষ্ট্রকে কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১০ ১৭:২৯:২১


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের জন্য খারাপ খবর আর বাংলাদেশের জন্য সুখবর। আজকেই সকালে পেয়েছি, যুক্তরাষ্ট্র বিশ্বের ৯ দেশের ৪০ জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর স্যাংশন দিয়েছে। সেখানে বাংলাদেশের নাম নেই। আমাদের নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই। আমরাও নিষেধাজ্ঞা দিতে জানি।’

শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ এই জনসভার আয়োজন করেছে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে আমাদের কোনো কিছুই হবে না, সংসদের আমাদের ‘হিউজ মেজরিটি’ রয়েছে। সংসদে আওয়ামী লীগ ছাড়াও বিরোধী দল হিসেবে আছে জাতীয় পার্টি, ১৪ দলের আটজন, ওয়ার্কাস পার্টি, আনোয়ার হোসোন মঞ্জুও আছেন সংসদে। বিএনপির যারা গেছে, আমরা তাদের তাড়িয়ে দেইনি, তারা স্বেচ্ছায় বেরি গেছে। সংসদে তাদের সাতজনের মধ্যে এক মহিলা ও একপুরুষের চিৎকারে সংসদে মাইক লাগেনি।

ব্যবসায়ীদের হুশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘এতো টাকা কোথা থেকে আসে, কোন ব্যবসায়ী কোন শিল্পপতি কত টাকা দিয়ে ওদের পিকনিক করান, খিচুড়ি পার্টি দেন তার হিসাব দিতে হবে। বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি, এরা ঘুরতে ঘুরতে গুলশান অ্যাম্বাসিতে গিয়ে নালিশ করে।

এএ