এমবি ফার্মার রেকর্ড ডেট নির্ধারণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১১ ১২:১৬:১৬
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেওয়ার জন্য রেকর্ড ডেট জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ। ১০ শতাংশ নগদ লভ্যাংশের জন্য আগামীকাল ১২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধরাণ করা হয়েছে ।
বোনাস লভ্যাংশের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য আবেদন করেছে কোম্পানিটি। বোনাস লভ্যাংশ অনুমোদনের পর বিনিয়োগকারীদের জন্য আরেকটি রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস