রুশ হামলায় ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১১ ১৪:২৯:৩৮
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের দক্ষিণে বন্দর নগরী ওডেসায় রাশিয়ার ড্রোন হামলার পর শনিবার রাতে ১৫ লাখের বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন।খবর সিএনএনের।
অঞ্চলটির বিদ্যুৎ কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শুক্রবারের হামলার পরে মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগবে, এতে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে।
এ ব্যাপারে জেলেনস্কি বলেন, ইরানি ড্রোন দিয়ে রুশ হামলার পর ওডেসা এবং এই অঞ্চলের অন্য শহর ও গ্রাম অন্ধকারে রয়েছে।
এ পর্যন্ত ওডেসা অঞ্চলের ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন। হাসপাতাল এবং প্রসূতি ওয়ার্ডসহ কেবলমাত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতেই এখন কেবল বিদ্যুতের সুবিধা রয়েছে।
ওই অঞ্চলের গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, রাশিয়া শুক্রবার রাতভর ‘কামিকাজে ড্রোন’ দিয়ে শহরটিতে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।
তিনি বলেন, হামলার ফলে আমাদের অঞ্চলের প্রায় সব জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
কিয়েভ বলেছে, ওডেসাসহ যুদ্ধ-বিধ্বস্ত দেশের দক্ষিণ অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বিদ্যুৎ গ্রিডে ধারাবাহিক রাশিয়ান হামলার সর্বশেষ লড়াইয়ের কয়েক দিন পরে সবচেয়ে খারাপ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে।
এনজে