টানবাজার পাউন্ডে ৫-১০ টাকা কমেছে সুতার দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১২ ০৯:১৫:০৪
নারায়ণগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম পাইকারি মোকাম টানবাজারে আরেক দফা কমেছে সুতার দাম। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সুতার কাঁচামালের দাম কমায় নিম্নমুখী চাপে পড়েছে বাজার। এছাড়া দেশের গার্মেন্ট সেক্টরে বৈদেশিক ক্রয়াদেশ কমে যাওয়াও বাজারদরে প্রভাব ফেলেছে। দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের সুতার দাম পাউন্ডপ্রতি ৫-১০ টাকা কমেছে।
বাজারে দেখা যায়, ১০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ৪৫-৭৬ টাকায়। একই কাউন্টের সুতা দুই সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ৫০-৯০ টাকায়। সে হিসেবে দাম কমেছে ৫-১০ টাকা।
২০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ৮০-৯০ টাকা দরে। একই কাউন্টের সুতা এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ৮৫-১০০ টাকা দরে। সে হিসেবে দাম কমেছে ৫-১০ টাকা।
২৪, ২৬, ২৮, ৩০ কাউন্টের এক্সপোর্ট কোয়ালিটির সুতা প্রকারভেদে বেচাকেনা হচ্ছে ১৩৭-১৪০ টাকায়। এসব কাউন্টের সুতা বাজারে ১০-১২ দিন আগেও বেচাকেনা হয়েছে ১৪২-১৫০ টাকা দরে। সে হিসেবে দাম কমেছে ৫-৭ টাকা।
৪০ কাউন্টের সুতার বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে (বাইন) ১৭০-১৭৩ টাকা দরে। একই কাউন্টের সুতা দুই সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ১৮০-১৮৫ টাকা দরে। সে হিসেবে দাম কমেছে ১০-১২ টাকা। ৪০ কাউন্টের (টানা) সুতা বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ১৯০-২০০ টাকা দরে। একই কাউন্টের সুতা এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ১৯৫-২০৫ টাকা দরে। সে হিসেবে দাম কমেছে ১০ টাকা।
৫০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ২১০-২২০ টাকা দরে। দুই সপ্তাহ আগে একই কাউন্টের সুতা ২১৮-২২৮ টাকা দরে বিক্রি হয়েছিল। সে হিসেবে দাম কমেছে ১০ টাকা।
৬০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ১৯৫-২২৫ টাকায়। একই কাউন্টের সুতার দাম ছিল ২১০-২৪০ টাকা। সে হিসেবে দাম কমেছে ২০ টাকা।
৮০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ৩৩৫-৩৪০ টাকা দরে। একই কাউন্টের সুতা দুই সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ৩৫০-৩৬৫ টাকা দরে। দাম কমেছে পাউন্ডপ্রতি ২০-২৫ টাকা।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা বলেন, গত দুই সপ্তাহের ব্যবধানে টানবাজারে সুতার দাম কমেছে ৫-৮ টাকা। দাম কমলেও বাজারে বেচাকেনায় মন্দা চলছে। আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামালের দাম কমায় দেশের বাজারে স্পিনিং মিলগুলো দাম কমিয়ে বিক্রি করছে। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কায় তাঁতিরা কাপড় উৎপাদন অনেক কমিয়ে দিয়েছেন। তাই সুতা বেচাকেনা অনেক কমে গেছে।
এনজে