গায়ের জোরে ক্ষমতায় আছে এই ফ্যাসিস্ট সরকার: ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১২ ১৫:০২:০১


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৭ ডিসেম্বরের ঘটনা প্রমাণ করেছে, এই ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, বিএনপির অফিসে নগ্নভাবে সন্ত্রাস করে নজিরবিহীন বর্বরতা চালিয়েছে। গোলাপবাগের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরকে দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে সরকার।

ড. মোশাররফ আরও বলেন, প্রত্যাশার চাইতেও বেশি মানুষ হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে। সরকার দিশেহারা হয়ে কখন কী বলে তা নিয়ে ভ্রুক্ষেপ করে না বিএনপি।

এ সময় ঢাকা উত্তরের সেচ্ছ্বাসেবক দলের সাধারন সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির ও রাজশাহীর এনামুলের খোঁজ দিচ্ছে না পুলিশ, এমন অভিযোগ করেন তিনি।

এম জি