বিএনপির কার্যালয় পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের নেতারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১২ ১৫:৫০:০৪


পুলিশের অভিযানে লন্ডভন্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার দুপুর পৌনে ২টার দিকে নয়াপল্টনে যান তারা।

গণতন্ত্র মঞ্চের নেতারা বিএনপি কার্যালয়ের সামনে গেলে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু তাদের স্বাগত জানান। পরে তারা বিএনপি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

বিএনপির কার্যালয়ে যাওয়া মঞ্চের নেতাদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

ঢাকার সমাবেশকে ঘিরে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এরপর বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

এম জি