ডিএমপিতে উপ-কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তার পদায়ন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১২ ১৬:৩৬:৪৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।
সদরদপ্তর ও প্রশাসনের উপ-কমিশনার আব্দুল মোমেনকে ট্রাফিক-গুলশান বিভাগে; ট্রাফিক-গুলশান বিভাগের উপ-কমিশনার মো. রবিউল ইসলামকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ-কমিশনার আল বেলী আফিফাকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে এবং উপ-কমিশনার মো. তানভীর সালেহীন ইমনকে সদরদপ্তর ও প্রশাসন উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এএ