সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে আমান ফিড
আপডেট: ২০১৬-০৪-০৪ ১১:৫৫:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেড সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান আকিন ফিড লিমিটেডে ২ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আকিন ফিড লিমিটেড উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে আমান ফিডের ৪৯ শতাংশ শেয়ারের মালিক। এই সহযোগী প্রতিষ্ঠানের ২৪ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে, যার ফেসভ্যালু ১০ টাকা।
উল্লেখ্, আকিন ফিড লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানির প্রধান ব্যবসা মাছের খাদ্য উৎপাদন করা। কোম্পানির উৎপাদন ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। এতে প্রতি বছর কোম্পানিটির ৬০ হাজার মেট্রিক টন উৎপাদন হবে।