গার্মেন্টকর্মী ধর্ষণে ছাত্রলীগ নেতা আটক
প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১২:৪০:৩৫
সাভারে লাভলী এক গার্মেন্টকর্মীকে অপহরণের পর ধষর্ণের অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে সাভারের ব্যাংকলোনি এলাকা থেকে সাভার থানা পুলিশ তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, গাজীপুর এলাকার এক গার্মেন্ট কর্মীকে অপহরণের পর সাভারের ব্যাংক কলোনীর ছাপড়া মসজিদ এলাকায় আটকে রাখে পারভেজ ও তার কয়েকজন বন্ধু। এরপর তাকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন ছাত্রলীগের ওই নেতা।
এ ঘটনায় ওই গার্মেন্টকর্মী ধর্ষণের অভিযোগে রোববার রাতে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ পৌর এলাকার ব্যাংকলোনী মহল্লায় অভিযান চালিয়ে লায়ন পারভেজকে আটক করা করা হয়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।