দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিকস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৩ ১৬:১৩:১৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ার প্রতি দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। ফলে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৪২ শতাংশ। আর কোহিনূর কেমিক্যালের ৩৬ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, এমবি ফার্মা,স্যালভো কেমিক্যাল, লুবরেফবিডি,বিডি থাই ফুড, ইস্টার্ণ কেবলস ও আইটিসি।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দর বেড়েছে, ৫০টির দর কমেছে এবং ২৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এনজে