রাজধানীতে চালু হচ্ছে আরও ২ নতুন রুট: মেয়র তাপস
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১৩ ১৭:২৩:৪৫
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের (পুনর্বিন্যাস) আওতায় আরো ২টি নতুন রুট চালু হতে যাচ্ছে। ২০২৩ সালের এপ্রিল থেকে ২৪ ও ২৫ নম্বর রুটে আলাদা আলাদা যাত্রাপথে ঘাটারচর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করবে বাস।
মঙ্গলবার (১৩ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ১০০টি নতুন বাস নিয়ে ২৩ নম্বর যাত্রা পথ চালু হবে। ২৩ নম্বর রুট ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলী, দৈনিক বাংলা হয়ে কাঁচপুর পর্যন্ত চলবে।
‘২৪ নম্বর রুট ঘাটারচর থেকে মিরপুর ১০ থেকে কালশি হয়ে আবদুল্লাহপুর যাবে। আর ২৫ নম্বর রুট ঘাটারচর থেকে মহাখালী হয়ে আবদুল্লাহপুর যাবে।’
সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিসহ অন্যান্য অংশীদারদের প্রতিনিধিরা।
আই এইচ