ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে তারাকান্দা উপজেলার গোপালপুর খামারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের মো. সোহাগ মন্ডল এবং অটোরিকশা চালক ইমাদপুর গ্রামের মো. হাফিজুল ইসলাম।
তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সোহাগ মন্ডল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়।
আই এইচ