দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শের-ই বাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এদেশের মানুষ আর বিএনপির নৈরাজ্য-অন্ধকারের দিকে ফিরে যাবে না। এদেশের জনগণকে আর অন্ধকারে ফেলা যাবে না।
একই সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ সমাবেশ করলে জনগণের স্রোতে বিএনপি ভেসে যাবে।
নিজে সুখে নাই দেখে তারেক রহমান বিদেশে বসে দেশের মানুষের সুখ নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এএ