দর পতনের শীর্ষে ইন্ট্রাকো রি-ফুয়েলিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৩ ১৮:১৫:৫৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ার প্রতি দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ। ফলে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর কমেছে ৭ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৪৬ শতাংশ। আর সোনালী আঁশের ১৭ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দর পতনের বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্সুরেন্স, জেমিনি সী ফুড, কেডিএস এক্সেসরিজ, আমরা নেট, সিনোবাংলা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স এবং জেএমআই সিরিঞ্জের শতাংশ দর কমেছে।
এদিন লেনদেনে অংশ নেয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দর বেড়েছে, ৫০টির দর কমেছে এবং ২৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
এনজে