হিলিতে কেজিতে ৪-৫ টাকা কমেছে চালের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৪ ০৯:২০:০১
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে নতুন ধান ওঠায় নিম্নমুখী হতে শুরু করেছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে শস্যটির দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। বেশি চাহিদা না থাকায় সামনের দিনে চালের দাম বাড়বে না বলে মনে করছেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত রয়েছে। আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে। আগে বন্দর দিয়ে প্রতিদিন ১০-১৫ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২০-২৫ ট্রাকে উন্নীত হয়েছে। তবে কয়েকদিন ধরে চাল খালাসের পরিমাণ কিছুটা কম। বন্দর দিয়ে ১-১২ ডিসেম্বর ১৮১টি ট্রাকে ৮ হাজার ৮২৪ টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে এখনো বন্দরের অভ্যন্তরে ৫৬ ট্রাক চাল খালাসের অপেক্ষায় রয়েছে।
এনজে